আজ
|| ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১১ই সফর, ১৪৪৭ হিজরি
সোনাইমুড়িতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০২৫
মাহফুজুর রহমান নোয়াখালী : ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভার ০২ নং শিমুলিয়া ওয়ার্ড বিএনপি,যুবদল,কৃষকদল,
স্বেচ্ছেসেবক দল,জিয়া প্রজন্ম দলের ও ছাত্র দলের উদ্যোগে ৫'ই আগস্ট মঙ্গলবার সকালে শিমুলিয়া মসজিদ বাড়ি থেকে এক আনন্দ র্যালী বের করা হয়।
র্যালিটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোনাইমুড়ী বাসস্ট্যান্ড হয়ে,সোনাইমুড়ী রেল স্টেশন এসে শেষ হয়। পরে সোনাইমুড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি উদ্বেগে আলোচনা সভা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

সোনাইমুড়ী পৌর বিএনপি যুগ্ন আহবায়ক ও ২ নং ওয়ার্ড শিমুলিয়া সাবেক কমিশনার ইমাম হোসেন ভূইয়া ,২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কমিশনার ইসমাইল হোসেন মোল্লা, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনজু,২নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি ডাক্তার শহিদুল্লাহ, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহাউদ্দিন ভূঁইয়া, ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদ দিল মোহাম্মদ,২ নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক আবু জাহেল পাটোয়ারী, সোনাইমুড়ি উপজেলা জিয়া প্রজন্ম দলের সভাপতি মাহফুজুর রহমান ভূঁইয়া ও জিয়া প্রজন্ম দলের সহ-সভাপতি কামরুল হাসান সাহেল প্রমুখ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন। তিনি বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা গা বাছিয়ে চলছেন,তাদের কোন প্রকার পদ পদবি দেয়া হবে না।তিনি আরও বলেন স্বৈরাচারীর রক্ত চক্ষু উপেক্ষা করে জুলাই আন্দোলনে শহীদ ছাত্র জনতাকে জানাই লাল সালাম। তিনি চাঁদাবাজী ও বিভিন্ন অপকর্ম থেকে দরে থাকতে নেতাকর্মীদের শপথ পাঠ করান।পরে স্মরণ কালের সর্ববৃহৎ বিজয় র্যালীটি পৌর বাজার প্রদক্ষিণ করে,জোড় পুল চৌরাস্তা হয়ে বাইপাস চত্ত্বরে এসে শেষ হয়।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.