আজ
|| ৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই সফর, ১৪৪৭ হিজরি
নির্বাচিত সংসদের বাইরে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই : সালাহউদ্দিন আহমদ
প্রকাশের তারিখঃ ৬ আগস্ট, ২০২৫
প্রভাত রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্রে পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমে এটির বাস্তবায়নের কথা বলেছেন। এটি আইনি এবং এর বাইরে কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই। বুধবার (৬ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সালাহ উদ্দিন আহমদ বলেন, সংস্কার কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ ধারাবাহিক আলোচনায় যে সব বিষয় উঠে এসেছে সেগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ নামে সেটা সংকলিত করে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো। আমরা আগে আমাদের বক্তব্য দিয়েছি। আমরা সেটা বাস্তবায়নের বক্তব্য দেখতে পাচ্ছি, প্রধান উপদেষ্টার ঘোষণাপত্রের মধ্যে। যেটা উল্লেখ করছেন, এটাই হচ্ছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.