মো. বাবুল শেখ,পিরোজপুর : জুলাই গণ-অভ্যুথানে ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আজ বুধবার বিজয় শোভাযাত্রা ও সমাবেশ করেছে পিরোজপুর বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহ। বিকাল সাড়ে ৪ টায় শহরের স্টেডিয়াম থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহরের কৃষ্ণচুড়া মোড়ে এক সমাবেশ করে। মিছিলে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য, সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, এ্যাডভোকেট আবুল কালাম আকন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী বিজয় মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে কৃষ্ণচুড়া মোড়ের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য, সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, এ্যাডভোকেট আবুল কালাম আকন, এলিজা জামান,সাঈদুল ইসলাম কিসমত, শেখ রিয়াজ উদ্দিন রানা , নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান সহ প্রমুখ ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের আকাশে উদীত হয় নতুন সূর্য। দুই হাজারের অধিক ছাত্রজনতার আত্মদানে রচিত হয়েছে নতুন ইতিহাস। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে আমরা সবাই এক ও অভিন্ন।