• বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুরে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাটে যুবদলের বর্ণাঢ্য বিজয় র‌্যালি রূপগঞ্জে হাদী দাউদ হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান ৫ আগস্ট উপলক্ষে পিরোজপুরে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তি কক্সবাজার সফরের বিষয়ে হাসনাত, সারজিসসহ এনসিপির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ নির্বাচিত সংসদের বাইরে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই : সালাহউদ্দিন আহমদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত রাজউকের বোর্ড সভায় অংশগ্রহণে কর্মকর্তাদের সম্মানী বাড়ানোর সিদ্ধান্ত

রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তি

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর বিভিন্ন সড়কে আজ বুধবার তীব্র যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। রাজনৈতিক দলের কর্মসূচি, শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধসহ বেশ কয়েকটি বিষয় এই যানজটের কারণ বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আজ সায়েন্স ল্যাবে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক আটকে বিক্ষোভ করেন। পল্টনে রাজনৈতিক দলের কর্মসূচি আছে। এ ছাড়া ছুটির পরদিন হাওয়ায় সড়কে যানবাহনের চাপ আছে; পাশাপাশি সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকায় যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে। আজ বেলা পৌনে একটার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়; ভোগান্তি সৃষ্টি হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আজ ঢাকায় ‘বিজয় র‍্যালি’ করবে বিএনপি। বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হওয়ার কথা। এই কর্মসূচি ঘিরে পল্টনসহ আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা-কর্মীরা। তাঁরা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন। এই কর্মসূচির অংশ হিসেবে তাঁরা বাড্ডায় সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের কারণে বাড্ডা, বাড্ডা কাঁচাবাজার, হোসেন মার্কেট, মেরুল বাড্ডা ও রামপুরা এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। তৈরি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও