• বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুরে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাটে যুবদলের বর্ণাঢ্য বিজয় র‌্যালি রূপগঞ্জে হাদী দাউদ হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান ৫ আগস্ট উপলক্ষে পিরোজপুরে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তি কক্সবাজার সফরের বিষয়ে হাসনাত, সারজিসসহ এনসিপির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ নির্বাচিত সংসদের বাইরে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই : সালাহউদ্দিন আহমদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত রাজউকের বোর্ড সভায় অংশগ্রহণে কর্মকর্তাদের সম্মানী বাড়ানোর সিদ্ধান্ত

রূপগঞ্জে হাদী দাউদ হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ১০১ বার
আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

প্রভাত সংবাদদাতা,রূপগঞ্জ: র‍্যাব- ১ সিপিসি ৩ এর অভিযানে ধরা পড়লেন দীর্ঘদিন পলাতক থাকা আসামি আঃ লতিফ (৪৫)। ২০০৫ সালের চাঞ্চল্যকর হাদী দাউদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল লতিফ অবশেষে গ্রেফতার হয়েছে । গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ সিপিসি ৩ এর একটি দল আজ ভোরে গাজীপুরের বোর্ডবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া আব্দুল লতিফ, নেত্রকোনা জেলার বিশিউড়া এলাকার সরোজ আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং ভুয়া পরিচয়ে গাজীপুরে আত্মগোপনে ছিল বলে জানায় র‍্যাব।
২০০৫ সালের ২৮ জুলাই, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি চালক হাদী দাউদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। নেশাজাতীয় ট্যাবলেট খাইয়ে তাকে অচেতন করে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় কয়েকজন অভিযুক্তকে আটক করে পুলিশে দেওয়া হয়।
এই ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে চলতি বছরের মার্চ মাসে নারায়ণগঞ্জের একটি আদালত আঃ লতিফসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
র‍্যাব-১ এর কমান্ডার শহিদুল ইসলাম জানান, আসামি আব্দুল লতিফ দীর্ঘদিন পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গাজীপুর বোর্ডবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও