• বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুরে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাটে যুবদলের বর্ণাঢ্য বিজয় র‌্যালি রূপগঞ্জে হাদী দাউদ হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান ৫ আগস্ট উপলক্ষে পিরোজপুরে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তি কক্সবাজার সফরের বিষয়ে হাসনাত, সারজিসসহ এনসিপির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ নির্বাচিত সংসদের বাইরে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই : সালাহউদ্দিন আহমদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত রাজউকের বোর্ড সভায় অংশগ্রহণে কর্মকর্তাদের সম্মানী বাড়ানোর সিদ্ধান্ত

৫ আগস্ট উপলক্ষে পিরোজপুরে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা

প্রভাত রিপোর্ট / ৮৭ বার
আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মো.বাবুল শেখ, পিরোজপুর : ৫ আগস্ট ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরের উপজেলা গুলোতে, বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়েছে।
কাউখালি উপজেলাঃ কাউখালী উপজেলা বিএনপির আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি এইচ এম আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন।
আরও বক্তব্য দেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন, কাউখালী বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, যুগ্ম সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক মো. লিয়াকাত হোসেন তালুকদার, রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহিদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক রাকিব তালুকদার প্রমুখ।
মঠবাড়িয়া উপজেলাঃ এ দিন সকালে জেলার মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল বিজয় র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে কয়েক হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এছাড়া আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য এডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপি নেতা খালিদ সাইফুল্লাহ আমীন বাবু, ইসমাইল হোসেন হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নাজিরপুর উপজেলাঃ একই দিন বিকেলে জেলার নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় র‍্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে টাইম টাওয়ার মাঠে এসে সমাবেশ রুপান্তর হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম ফরাজী, সফিকুল ইসলাম সাফিক, এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা টিপু হাজরা ,সেখমটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম জহির ছাত্র নেতা লিলন , ছাত্র নেতা মিজান শরিফ সহ মহিলাদলের নেতাকর্মীদের ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
এসময় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। তারা বলেন, ভোটচুরি ও দমননীতির মাধ্যমে দেশ চালানো সরকারের বিরুদ্ধে জনগণের রায় ছিল এই অভ্যুত্থান। বক্তারা আরও বলেন, আগামীতেও জনগণের ভোট ও আস্থার মাধ্যমে বিএনপি ক্ষমতায় ফিরবে এবং তারেক রহমান-খালেদা জিয়ার নেতৃত্বে দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।
সমাবেশে বক্তারা তারেক রহমানের কাছে দাবী রাখেন তিনি যেনো পিরোজপুরের তিনটি আসনে ধানের শীষে বিএনপির প্রার্থী দেন।
সমাবেশ শুরুর আগে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে হাজারো নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও