আজ
|| ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই সফর, ১৪৪৭ হিজরি
শিবচরে এনসিপি উপজেলা কমিটি থেকে একযোগে ৪ নেতার পদত্যাগ
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০২৫
হাসানাত আকাশ, শিবচর :মাদারীপুরের শিবচরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উপজেলা সমন্বয় কমিটি থেকে চার নেতা হঠাৎ করে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
পদত্যাগী নেতারা হলেন— যুগ্ম সমন্বয়কারী শাকিল খান, সদস্য মো. রিয়াজ রহমান, মহিউদ্দিন এবং কাজী রফিক। উল্লেখ্য, গত ১৫ জুন কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তিন মাস মেয়াদি শিবচর উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়।
লিখিত বক্তব্যে মো. রিয়াজ রহমান জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এনসিপির সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন। অন্য তিন নেতা অভিযোগ করেন, উপজেলা পর্যায়ে দলের নেতৃত্ব কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে চলে গেছে, যার ফলে প্রকৃত ও ত্যাগী কর্মীরা উপেক্ষিত হচ্ছেন।
তারা আরও জানান, তারা কোনো রাজনৈতিক পরিবার থেকে আসেননি; বরং কোটা আন্দোলনসহ নানা গণআন্দোলনে সক্রিয় ছিলেন। দীর্ঘ চিন্তাভাবনার পর তারা স্বেচ্ছায় এনসিপি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।
শিবচরবাসীর উদ্দেশে পদত্যাগী নেতারা বলেন, “আমাদের কর্মকাণ্ডে যদি কারও মনে আঘাত লেগে থাকে, তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।”
Copyright © 2025 প্রভাত. All rights reserved.