আজ
|| ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
হোমনায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০২৫
মেহেদী হাসান, হোমনা: কুমিল্লার হোমনায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল ১১টায় হোমনা প্লেস ক্লাব প্রাঙ্গণে হোমনার সাংবাদিকবৃন্দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন একজন সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিক ছিলেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রিপোর্ট করায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বক্তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে হোমনার স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.