আজ
|| ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
হোমনায় যুব উন্নয়ন দিবস পালন ও যুব ঋণ বিতরণ
প্রকাশের তারিখঃ ১২ আগস্ট, ২০২৫
মেহেদী হাসান,হোমনা : কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) হোমনা উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় যুব অধিদপ্তরের পক্ষ হতে আট জন যুব ও যুব মহিলাকে ৭ লাখ দশ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, যুব স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মো. সাঈদ আলম প্রমুখ।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.