মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাসে নিহত নজরুল ইসলাম ভূইয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সর্বস্তরের জনগণের উদ্যোগে সহস্রাধিক মানুষ কড়িকান্দি বাজার থেকে উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত গ্রামবাসীকে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ আশ্বাস দেন, নজরুল ইসলাম ভূইয়া হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. সবির হোসেন, শাহাবৃদ্ধি গ্রামের সমাজসেবক মো. এমদাদ হোসেন ভূইয়া, মো. হেলাল ভূইয়া, নাছির উদ্দীন ভূইয়া মানিক, আবুল কাসেম ভূইয়া বাবুল, আজহারুল ইসলাম ভূইয়া মেম্বার, মোস্তাক আহমেদ ভূইয়া, সার্জেন্ট জামাল ভূঁইয়া, কড়িকান্দি বাজারের ব্যবসায়ী মো. আলী হাসান মোল্লা, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, নিহতের স্ত্রী মোসাম্মৎ বৃষ্টি আক্তার, বাবা হানিফ ভূইয়া, মা আয়েশা বেগম, ছেলে মো. হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এত নৃশংস হত্যাকাণ্ড স্বামী-স্ত্রীর একার পক্ষে সম্ভব নয়; এর পেছনে আরও কারও সংশ্লিষ্টতা থাকতে পারে। তাই সকল জড়িতকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি—বিশেষ করে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা।
গত ৬ আগস্ট রাতে তিতাসের মজিদপুর ইউনিয়নের শাহাবৃদ্ধি গ্রামের হানিফ ভূইয়ার ছেলে ট্রাক্টর চালক মো. নজরুল ইসলাম ভূইয়াকে পার্শ্ববর্তী মজিদপুর গ্রামের মজু মিয়ার ছেলে হোসেন ও তার স্ত্রী ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের দেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। পুলিশ তদন্তে হত্যার রহস্য উদঘাটন করে এবং খণ্ডিত দুই হাত ও দুই পায়ের মোট ৬টি অংশ উদ্ধার করে।