• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
দাম কমলো ৩৩ প্রকার প্রয়োজনীয় ওষুধের ভোট সুষ্ঠু না হলে সিইসির গলায় গামছা লাগতে পারে: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনসংযোগ কর্মকর্তাদের চিন্তা-পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে: তথ্যসচিব বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক বন্ধন নতুন উদ্যম সৃষ্টি করবে: সংস্কৃতি উপদেষ্টা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও ‘অভ্যুত্থান’ দ্বিতীয় দিনে ডাকসু’র মনোনয়ন ফরম নিলেন ১৩ প্রার্থী ১২ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে অন্তর্বর্তী সরকার এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না:শিক্ষা উপদেষ্টা দিলীপ বড়ুয়াকে খুঁজে পাচ্ছেন না দলের নেতাকর্মীরা জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার

দিলীপ বড়ুয়াকে খুঁজে পাচ্ছেন না দলের নেতাকর্মীরা

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) ‘প্রধান’ দিলীপ বড়ুয়াকে খুঁজে পাচ্ছেন না দলের নেতাকর্মীরা। তাই নির্বাচন কমিশনের (ইসি) দলের নেতৃত্ব দাবি করেছেন হারুন চৌধুরী। বুধবার (১৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
সিইসির সঙ্গে বৈঠকে তারা দলের নতুন কমিটি ও পরিবর্তিত কাঠামো তুলে ধরেন হারুন চৌধুরী। তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারি সম্মেলন করে আমাদের দলে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে সাধারণ সম্পাদক দলের প্রধান ছিলেন। বর্তমানে এ দলের প্রধান হবেন সভাপতি। আমরা গত ৭ ফেব্রুয়ারি কাউন্সিল করে দলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ফিরিয়ে এনেছি।
নিজেকে বর্তমান সভাপতি দাবি করে হারুন চৌধুরী বলেন, নানা কারণে দিলীপ বড়ুয়া বিতর্কিত হয়ে কোথায় আছেন, সে বিষয়ে আমরা কিছুই জানি না। তবে গ্রেপ্তার হননি তা বুঝতে পেরেছি। তিনি দেশের বাইরে আছেন, নাকি দেশে আত্মগোপনে আছেন, সেটা আমরা বলতে পারছি না। তিনি বলেন, সিইসির কাছে আমরা আগামী নির্বাচনে পেশিশক্তি, টাকার খেলা ও ডিক্লারেশন (বিনাপ্রতিদ্বন্দ্বিতা জয়ী ঘোষণা) বন্ধ করা ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছি।
দিলীপ বড়ুয়া দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারের শিল্পমন্ত্রী ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও