• রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ ইডেন শিক্ষার্থীদের কান্দাহারে পাকিস্তানি বিমান হামলায় ২০ হাজার পরিবার বাস্তুচ্যুত: রিপোর্ট প্রধানমন্ত্রী পদ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই: মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী করতে হবে : মঈন খান অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান কার্গো ভিলেজের আগুন নির্বাপণে সহযোগিতায় নেমেছে আনসার, আহত ২৫ শিক্ষকদের দাবি আদায়ে যদি যমুনা-সচিবালয় ঘেরাও করতে হয়, আমরাও থাকবো: রাশেদ খান রাজপথে না থাকায় সালাহউদ্দিন জুলাইযোদ্ধাদের চিনতে পারছেন না: নাহিদ ​শ্রীপুরে আল ইত্তেহাদ ইসলামী সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

ধৈর্য ও বিনয় মানুষকে সম্মানিত আসনে প্রতিষ্ঠিত করে — আবু সালেহ আকন

প্রভাত রিপোর্ট / ৯১ বার
আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

হাবিবুর রহমান, ডেমরা: ধৈর্য ও বিনয় মানুষকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করে উল্লেখ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার চীফ রিপোর্টার আবু সালেহ আকন বলেছেন, “সম্মানিত আসনে প্রতিষ্ঠিত হতে হলে সাংবাদিকদের অনেক ধৈর্য ও সহনশীলতা ধারণ করতে হয়।”
শনিবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে রাজধানীর ডেমরার হাজী নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক ও ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি মো. আলম হোসেন এবং সঞ্চালনা করেন এশিয়া টেলিভিশনের স্টাফ রিপোর্টার শহীদুল্লাহ গাজী।
সারা দেশে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে আবু সালেহ আকন বলেন, “সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এসব বন্ধ করতে হবে এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।” তিনি আরও বলেন, অপসাংবাদিকতা প্রতিরোধে দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক সাংবাদিকতার বিকল্প নেই। “আমরা যদি সবাই পেশাদারিত্ব বজায় রেখে কাজ করি, তাহলে ভুয়া ও ভুঁইফোড় সাংবাদিকরা নিজেরাই হারিয়ে যাবে। তাদের অনৈতিক কর্মকাণ্ডের কারণে মূলধারার সাংবাদিকরা আজ হেনস্তার শিকার হচ্ছেন, এদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম, বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম হানিফ,যুগান্তর ডেমরা প্রতিনিধি মাহবুব মনি, কালবেলা ডেমরা প্রতিনিধি নূর আলম,বিজয় টিভি রূপগঞ্জ প্রতিনিধি শরিফ হোসেন লিটন, গাজী টিভি আশিকুর রহমান হান্নান, জনকন্ঠের আসাদুল্লাহ আসাদ, আমার দেশ ডেমরা প্রতিনিধি হারুনর রশীদ,চ্যানেল আই এর এস এ লিংকন,এটিএন নিউজ হাসান মজুমদার বাবলু,ইন্ডিপেন্ডেন্ট টিভির নাহিদ কামাল,প্রতিদিনের বশির আহমেদ, দৈনিক প্রভাতের হাবিবুর রহমান,আমাদের সময়ের মিজানুর রহমান, গ্লোবাল টিভির মনিরুল ইসলাম, ডেমরা জোনের সাবেক টিআই বিপ্লব ভৌমিকসহ বৃহত্তর ডেমরা অঞ্চলে বসবাসরত সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও