আজ
|| ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ পাচ্ছে না পরিবার
প্রকাশের তারিখঃ ২২ আগস্ট, ২০২৫
প্রভাত রিপোর্ট: সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের খোঁজ পাচ্ছে না পরিবার। বৃহস্পতিবার সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গতকাল রাতে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন। বাসা থেকে বেরোনোর সময় তিনি ভুলে মোবাইলটি বাসায় রেখে যান। অফিসে যোগাযোগ করা হলে সেখানেও তিনি যাননি। এখনও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
জানতে চাইলে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক বলেন, সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে খুঁজে পেতে তদন্ত চলছে।
জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই অরূপ তালুকদার জানান, বেতার বার্তার মাধ্যমে দেশে সব থানায় সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজের বিষয়টি জানানো হয়েছে। তাকে খুঁজে পেতে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
১৯৫৪ সালে জন্মগ্রহণকারী বিভুরঞ্জন সরকার ষাটের দশকের শেষ দিকে স্কুলশিক্ষার্থী থাকাকালে দৈনিক আজাদে মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পড়াশোনা শেষ করার পর তিনি বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেছেন। দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্রের সম্পাদক এবং সাপ্তাহিক মৃদুভাষণের নির্বাহী সম্পাদক ছিলেন তিনি। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় সাপ্তাহিক যায়যায়দিনে ‘তারিখ ইব্রাহিম’ ছদ্মনামে লেখা তার রাজনৈতিক নিবন্ধ বিশেষভাবে পাঠকপ্রিয় হয়েছিল।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.