• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি আর্চারদের বিশেষ ব্যবস্থায় আনা হচ্ছে বাংলাদেশে সহিংস হামলায় ছাত্রলীগের ৪০৩ জনের সংশ্লিষ্টতা পেয়েছে কমিটি এক বছরে শীর্ষ ১০ মার্কিন ধনীর সম্পদ বেড়েছে ৬৯৮ বিলিয়ন ডলার অনলাইন জুয়ার লেনদেন বন্ধে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের বিমানবন্দরে আগুন: ঝুঁকির মুখে ভবিষ্যৎ রপ্তানি অর্ডার অক্টোবরে রপ্তানি আয়ে কমেছে ৭.৪৩ শতাংশ মাদারীপুর-১ আসনে কামাল মোল্লার মনোনয়ন স্থগিত করল বিএনপি ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের কৃষি পণ্য রপ্তানির লক্ষ্য যুক্তরাষ্ট্রের: রাষ্ট্রদূত জ্যাকবসন গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২৫০০ কোটি টাকার সুকুক ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক আলোচিত – সমেলোচিত ডেসটিনির রফিকুল আমীনের দল পেল ইসির নিবন্ধন

৪ টি আসন পূর্ণবহালের দাবিতে কচুয়ায় অবরোধ

প্রভাত রিপোর্ট / ৮৯ বার
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

খান সুমন, কচুয়া: বাগেরহাট জেলার ৪ টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির আয়োজনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ সর্বস্তরের জনগণ সম্মিলিতভাবে এদিনের অবরোধ কর্মসূচি সফল করার জন্য বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান নেয়। সকাল ৮ টা থেকে অবরোধের সমর্থনে অবরোধকারীরা বিভিন্ন জায়গায় টাওয়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়াও সর্বদলীয় সম্মিলিত কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ এর নেতৃত্বে কচুয়া উপজেলা গেটে সকাল সাড়ে ৯ টায় অবরোধ এর সমর্থনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক আসাদুল ইসলাম পান্না সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি ফকিরহাট- নওপাড়া- কাটাখালি, কচুয়া সাইনবোর্ড গোল চত্বর, বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় ও নির্বাচন অফিসের সামনে ও মোল্লারহাট রোড-চিতলমালী- মোল্লারহাট ব্রিজ এলাকায় পালন করেন। এসব স্থানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ সমর্থনকারীরা আটকে রেখেছেন। কার্যত রাজধানীর সাথে বাগেরহাটের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অবরোধের সমর্থনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, কলকারখানা বন্ধ রয়েছে। জরুরী সেবা ছাড়া কোন ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। একই দাবিতে ঢাকা নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে। আইন শৃঙ্খলা পস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এবং পুলিশ টহল অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও