• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি আর্চারদের বিশেষ ব্যবস্থায় আনা হচ্ছে বাংলাদেশে সহিংস হামলায় ছাত্রলীগের ৪০৩ জনের সংশ্লিষ্টতা পেয়েছে কমিটি এক বছরে শীর্ষ ১০ মার্কিন ধনীর সম্পদ বেড়েছে ৬৯৮ বিলিয়ন ডলার অনলাইন জুয়ার লেনদেন বন্ধে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের বিমানবন্দরে আগুন: ঝুঁকির মুখে ভবিষ্যৎ রপ্তানি অর্ডার অক্টোবরে রপ্তানি আয়ে কমেছে ৭.৪৩ শতাংশ মাদারীপুর-১ আসনে কামাল মোল্লার মনোনয়ন স্থগিত করল বিএনপি ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের কৃষি পণ্য রপ্তানির লক্ষ্য যুক্তরাষ্ট্রের: রাষ্ট্রদূত জ্যাকবসন গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২৫০০ কোটি টাকার সুকুক ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক আলোচিত – সমেলোচিত ডেসটিনির রফিকুল আমীনের দল পেল ইসির নিবন্ধন

সুন্দরবনের ডিমের চর থেকে ফাঁদসহ দুই হরিণ শিকারী আটক

প্রভাত রিপোর্ট / ১৮৪ বার
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

প্রভাত সংবাদদাতা, শরণখোলা: সুন্দরবনের ডিমের এলাকা থেকে হরিণ শিকারের মালা ফাঁদসহ দুই চোরা শিকারীকে আটক করেছে পূর্ব সুন্দরবনের বন বিভাগ। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে বনের গহীন থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় বনের বিভিন্ন জায়গায় তল্লাশী করে বিপুল পরিমাণ হরিণ ধরার লায়লনের ফাঁদ উদ্ধার করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের কচিখালি অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা স্মার্ট টিমের সহায়তায় অভিযান চালায়। বুধবার (২৭ আগস্ট) সকালে বনের কচিখালী ডিমের
চর সংলগ্ন এলাকা বনে টহলের সময় হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে অপেক্ষায় থাকা দুই ব্যক্তিকে বসে থাকতে দেখেন বনরক্ষীরা। এসময় বনরক্ষীদের উপস্থিতি দেখতে পেয়ে ওই দুই চোরা শিকারী বনের মধ্যে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুই চোরা শিকারীকে আটক করে।
আটক শিকারিরা হলেন, রাজু শিকদার (৩০) ও জামাল হাওলাদার (২২)। এদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে বলে বনরক্ষীরা জানান।
পূর্ব সুন্দরবন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, কচিখালি ডিমেরচরে হরিণ শিকারের সময় আটক দুই শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও