আজ
|| ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দখলমুক্ত ফুটপাত
প্রকাশের তারিখঃ ২৮ আগস্ট, ২০২৫
হাসানাত আকাশ , শিবচর : মাদারীপুরের শিবচরে পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইখা সুলতানার নেতৃত্বে বুদ্ধিজীবী চত্বর থেকে ’৭১ চত্বর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট, টিনশেড, সাইনবোর্ড এবং বিভিন্ন মালামাল পথচারীদের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে। প্রশাসনের নির্দেশে এসব স্থাপনা ভেঙে দেওয়া হয় এবং দখলকৃত ফুটপাত থেকে সরিয়ে নেওয়া হয় মালামাল। এ সময় ছয়টি দোকানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বেশ কিছু সাইনবোর্ড ও অবৈধভাবে স্থাপন করা সামগ্রী জব্দ করা হয়।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) সাইখা সুলতানা সাংবাদিকদের বলেন,ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জায়গা। ব্যবসার স্বার্থে কেউ এ স্থান দখল করতে পারবে না। নিয়ম ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রত্যাশা ব্যবসায়ীরা স্বেচ্ছায় ফুটপাত দখলমুক্ত করবেন। তিনি আরও জানান, শিবচর বাজার এলাকায় বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার নিয়মবহির্ভূতভাবে টিনের চালা ব্যবহার করছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করা হবে। একইসঙ্গে ফার্মেসিগুলোকে আগামী দুই দিনের মধ্যে দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ সরিয়ে ফেলতে বলা হয়েছে।
সতর্কবার্তা দিয়ে তিনি বলেন,এ ধরনের অভিযান শুধু আজ নয়,ভবিষ্যতেও চলবে।বাজার শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
অভিযান শেষে স্থানীয়রা জানান, এ পদক্ষেপে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। ফুটপাত দখলমুক্ত হলে পথচারীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন এবং বাজারের পরিবেশ আরও সুশৃঙ্খল হবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.