মো. শাহাদাত হোসাইন, শরণখোলা : তিন মাস বন্ধ থাকার পর অবশেষে খুলেছে সুন্দরবন। আর বন খোলার পরের দিনই পূর্ব সুন্দরবনের জোংড়া আওতাধীন বাঘ মারা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ শিকারিদের ফাঁদ ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে বনবিভাগ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে নিয়মিত টহল চলাকালে বনকর্মীরা একটি ডিঙ্গি নৌকা, একটি টোনা জাল এবং ককসেট বরফ জব্দ করেন। এর কিছুক্ষণ পর সকাল ৯টার দিকে জোংড়া ও করমজল সীমান্তবর্তী খালসংলগ্ন বনাঞ্চলে পায়ে হেঁটে টহল চালিয়ে উদ্ধার করা হয় ২২টি সিঙ্গেল মালা ফাঁদ।
অভিযান পরিচালনা করেন বন কর্মকর্তা নজরুল ইসলাম শামীম। এ বিষয়ে তিনি বলেন, সুন্দরবনকে অবৈধ শিকারিদের হাত থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।