• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে: মাহফুজ আলম রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা :স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী ‘মুক্তি তোরণ’ ও ‘স্বাধীনতা তোরণ’ শীত আসছে, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহের আভাস অতি ভারী বৃষ্টির আভাস, কৃষকদের বিশেষ সতর্কতা বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৭ম দিনের শুনানি চলছে ৪০টি যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে হানাহানি, মধ্যরাতে বিএনপির চার নেতা বহিষ্কার আরপিও সংশোধন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ ৪ বনদস্যু আটক

প্রভাত রিপোর্ট / ১০৮ বার
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা, শরণখোলা : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযান চলাকালীন সময়ে ওই এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্ট গার্ড তাদের ধাওয়া করে ০১ টি একনলা বন্দুক, ০৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ০৪ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ৪ সহযোগীকে আটক করে। আটককৃতরা হলো মোঃ বিল্লাল হোসেন (২৫), মোঃ রবিউল শেখ (৩২), মোঃ জিন্নাত হাওলাদার (৩৫) ও মোঃ কালাম গাজী (২৪)। তাদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে সুন্দরবনে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড এর মিডিয়া কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম- উল- হক। তিনি আরো বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে দস্যুদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
কোস্টগার্ডের (বিসিজিএস স্বাধীন বাংলা) জাহাজের নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট মো. খালিদ সাইফুল্লাহ বলেন, ‘সম্প্রতি সুন্দরবনে বন জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ১ সেপ্টেম্বর সুন্দরবন উন্মুক্ত ঘোষণার পর সেখানে কয়েক হাজার জেলে প্রবেশ করেছে। জলদস্যুরা তাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছে। তবে কোস্টগার্ডসহ প্রশাসনের সব বাহিনী সতর্ক রয়েছে। সুন্দরবন থেকে দস্যু নির্মূলের জন্য আমরা কাজ করছি।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও