• সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় মামলা নাঈমুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: আইওএফ’র ১২ জনের জামিন বর্তমান ট্রাইব্যুনাল স্বচ্ছ, ‘ক্যাঙারু কোর্ট’ নয় : স্টেট ডিফেন্স আইনজীবী অবিলম্বে বন্দর ইজারা দেয়ার পায়তারা বন্ধ কর – নাজমুল হক প্রধান আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নেবো : সারজিস কৃষকদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না : খাদ্য উপদেষ্টা দেশের ক্যান্সার চিকিৎসার মূল সমস্যা টাকার অভাব নয়, সিস্টেমে গলদ : স্বাস্থ্য উপদেষ্টা আমলাতন্ত্রের সঙ্গে সংঘাত নয়, আমলাদের কাজ কমিয়ে দেয়া হবে: আমীর খসরু নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আমরা জিতে গিয়েছি: মেঘমল্লার বসু

প্রভাত রিপোর্ট / ৪৪ বার
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: ৯ তারিখে নির্বাচনের ফলাফল যাইহোক আমরা ইতোমধ্যেই জিতে গিয়েছি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে সরাসরি মধুর ক্যান্টিনে এসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনের শুরুতে বদরুদ্দিন উমরের স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন মেঘমল্লার বসু। নিজের প্যানেলের প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি ‘প্রতিরোধ পর্ষদ’র সহযোদ্ধাদের বলবো, ৯ তারিখে নির্বাচনের ফলাফল যাইহোক আমরা ইতোমধ্যেই জিতে গিয়েছি। জিতে গিয়েছি এই কারণে যে বাংলাদেশে যখন আমরা দেখতে পাই, একটার পর একটা মাজার ভাঙা হয়, মৃতদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়, একটার পর একটা মব আক্রমণ হয়, মোরাল পুলিশিং হয় তখন আমাদের উপস্থিতির কারণেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীদের বলতে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হল ১২টা পর্যন্ত খোলা রাখতে হবে, ধর্মকেন্দ্রিক বিভাজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে না।
সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও লড়াইয়ের প্রেরণা জোগাতেই ঝুঁকি নিয়ে এখানে এসেছি বলে মন্তব্য করেন মেঘমল্লার। তিনি বলেন, আমার অনুপস্থিতিতে আমার সহযোদ্ধারা যে লড়াই করে গেছেন, মানুষের কাছে আমাদের প্রচারণা চালিয়ে গেছেন সেই কৃতজ্ঞতার জায়গা থেকেই আমি আজকে এখানে এসেছি, যদিও আমি এখনো পুরোপুরি সুস্থ না। আমার উপস্থিতি যদি আমার সহযোদ্ধাদের মনে এক ফোটা লড়াইয়ের প্রেরণা জোগায় তাহলে সেটিই আমার জন্য বিশাল প্রাপ্তি। সহযোদ্ধাদের মনে লড়াইয়ের বোধ যেন সঞ্চার করতে পারি সেই জায়গা থেকেই এই ঝুঁকিটি নেওয়া।
সকল শিক্ষার্থীর ভোট দিতে আসার আহ্বান জানিয়ে মেঘমল্লার বলেন, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু ৯৯ তারিখ প্লিজ প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে আসলে সব ইকুয়েশন বদলে যাবে। সকল সমীকরণ বদলে যাবে। এখানে স্বাধীনতা বিরোধীদের একটা পোস্টও উঠে আসতে পারবে না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও