আজ
|| ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কচুয়ায় চুরি, নগদ লক্ষ টাকাসহ নিয়ে গেছে মোবাইল ফোন ও স্বর্নলংকার
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫
খান সুমন, কচুয়া: বাগেরহাটের কচুয়ায় ঘরের গ্রীলকেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় বাধাল ইউনিয়নের মৃত করিম শিকদার এর ছেলে রানা শিকদার (৪০) এর ঘরের সামনে থাকা জানালার গ্রীল ভেঙ্গে অজ্ঞাত ব্যাক্তিরা রুমে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে এরপর হয়তো চেতনা নাশক ঔষধ স্প্রে করে সবাইকে অচেতন করে রাখে। এজন্য বাড়ির কেউ কোন কিছু টের পাননি। তবে ভোর আনুমানিক ৬ টায় দিকে বাড়ির লোকের ঘুম ভাঙ্গলে গ্রীল কাটা ও এলোমেলো দেখতে পায়। পরে ঘরের এবং আসেপাশের লোকজন ঘরের ভিতরে গিয়ে সবকিছু উলোটপালোট দেখতে পায়। এ ঘটনায় তাদের নগদ ১ লক্ষ ৫০ হাজার এর মতো টাকা, ১ টি আইফোন, ১ টি টেকনো ও ১ টি রিয়েলমি ব্যান্ডের মোবাইল ফোন সহ মোট ৩ টি ফোন, ১ টি স্বর্নের আংটি , ১ জোড়া কানের দুল সহ বেশকিছু ঘরের ব্যাবহার্জ জিনিস খোয়া গেছে। তবে ঘরে থাকা ৩ টি মোটড় সাইকেল নিতে পারেনি।ধারনা করা হচ্ছে তাদের বাড়িতে অতিথি থাকায় পূর্বপরিকল্পিত ভাবে এ ঘটনা সংগঠিত হয়েছে। ঘটনার দিন তাদের ঘরে ৩ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৩ জন শিশু ছিলেন। এর মধ্যে ৬ জনই অতিথি। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রানা শিকদার (৪০) বিষয়টি নিয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তবে স্থানীয় সাধারণ মানুষ বলছে এ ধরনের চুরির ঘটনায় আমরা উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ যদি এ বিষয়ে একটু নজরদারী বৃদ্ধি করেন তবে এমন অপরাধ কমে আসবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.