আজ
|| ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কুমিল্লা-২ আসন পূনর্বিন্যাসে নতুন মেরুকরণ,মতিন খানের আনন্দ মিছিল
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫
মেহেদী হাসান, হোমনা : কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসন পুনর্বিন্যাসের ফলে চলছে নতুন মেরুকরণ । উপজেলা বিএনপি আসন পুর্নবহালের দাবীতে বিক্ষোভ অব্যহত রেখেছে অপরদিকে সীমানা পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ১২ টার দিকে তিতাস উপজেলা থেকে বিশাল গাড়ি বহর নিয়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হয়। পরে এখান থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের বাসভবনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক জহর। এর আগে এম এ মতিন খান নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুম এম কে আনোয়ারের কবরে ফাতেহা পাঠ করেন।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম এ মতিন খান আজকের আনন্দ মিছিল অংশগ্রহন করায় সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা যারা বিএনপি করি তারা সবাই এম.কে আনোয়ার ও ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের কর্মী। আমি বিএনপির একজন কর্মী হিসাবে তাদের আদর্শকে বুকে ধারন করে রাজনীতি করতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেন আমি আপনাদের কে সাথে নিয়ে মরহুম এম.কে আনোয়ার স্যারের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করবো ইন্সাআল্লাহ। তবে আমি বিশ্বাস করি সম্মান দেয়ার মালিক আল্লাহ। যখন দেখি ব্যানারে এম.কে আনোয়ার স্যারের ছবি নাই তখন খুব দু:খ লাগে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২, সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান ২০২২ সাল থেকে বাধ্যতামূলক অবসরে আসার পর থেকে নিয়মিতভাবে বিএনপির দলীয় কার্যক্রমে সক্রিয়। তিনি এপিএস থাকাকালীন হোমনা, মেঘনা ও তিতাসে এম.কে আনোয়ার ও ড. মোশাররফ হোসেনকে উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা করেছেন। নতুন আসন বিন্যাসে হোমনা উপজেলার ভোটারদের কাছে তিনি বিশেষ গুরুত্ব পাচ্ছেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.