আজ
|| ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
জাকসুতেও শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস জয়
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫
প্রভাত রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে। ডাকসু নির্বাচনের মতো জাকসুতেও ছাত্রশিবির সমর্থিত জোট ভূমিধস জয় পেয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় সিনেট ভবনে ফল ঘোষণা শুরু করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
ঘোষিত ফল অনুযায়ী- সহ-সভাপতি ছাড়া প্রায় অধিকাংশ পদেই জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল)। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৩৩৪টি। অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন মো. মাজহারুল ইসলাম (শিবির প্যানেল)। তিনি পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদেও বিজয়ী হয়েছেন শিবিরের প্যানেল থেকে। এজিএস (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান ২ হাজার ৩৫৮ ভোট এবং এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দীকা মেঘলা ৩ হাজার ৪০২ ভোট পেয়েছেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.