আজ
|| ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ডিপ ফ্রায়েড প্রন তৈরি করবেন যেভাবে
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫
প্রভাত ডেস্ক: ঝটপট যেসব খাবার তৈরি করা যায়, চিংড়ির বিভিন্ন পদ তার মধ্যে একটি। চিংড়ি যেমন সুস্বাদু, তেমনই সহজ পদ্ধতি ও অল্প সময়ে রান্না করা যায়। যারা বাইরে গিয়ে একটু মুখরোচক খাবার খেতে পছন্দ করেন তারা বাড়িতে খুব সহজেই তৈরি করে খেতে পারেন ডিপ ফ্রায়েড চিংড়ি। এটি সবাই খেতে পছন্দ করবে। চলুন জেনে নেয়া যাক ডিপ ফ্রায়েড প্রন তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
চিংড়ি- ৩০০ গ্রাম
ডিম- ১টি
আদা-রসুন বাটা- ১/২ চা চামচ
মরিচের গুঁড়া- ১/২ চা চামচ
গোলমরিচ গুঁড়া- অল্প পরিমাণ
ময়দা- ১/২ কাপ
ব্রেড ক্রাম্ব- ১/২ কাপ
লবণ- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
প্রথমে চিংড়ির খোসা ও মাথা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। এরপর চিংড়ির পেটের দিকে ছুড়ি দিয়ে হালকা দাগ দিতে হবে যাতে চিংড়ি সোজা হয়। এবার চিংড়ির সঙ্গে লবণ, গোলমরিচ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অন্য একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। এবার চিংড়িগুলো একটা একটা করে প্রথমে শুকনো ময়দায় গড়িয়ে এরপর ডিমে চুবিয়ে নিতে হবে। এরপর ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। এভাবে সবগুলো কোট করে নিন। প্যানে তেল গরম করে তাতে চিংড়িগুলো ভালোভাবে ভেজে তুলুন। পছন্দের সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.