আজ
|| ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
দেশে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫
প্রভাত রিপোর্ট: দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩০৫৯১ দশমিক ৮৩ মিলিয়ন বা ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০৫৯১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫৭৫৩ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০৫৭৭ দশমিক ৭৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫৬৭৪ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার।
উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.