আজ
|| ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ৬ জনের নামে মামলা
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫
প্রভাত রিপোর্ট: পরস্পর যোগসাজশে দায়িত্বে অবহেলা ও অর্পিত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ৬ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, ঢাকা সিটি কর্পোরেশনের নিজস্ব জমি বা ইমারত এবং সিটি কর্পোরেশন এলাকায় সরকারি, আধা-সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি বা ভবনে বছরে ভিত্তিক অনুমোদন বা নবায়নযোগ্য বিজ্ঞাপন ফলক স্থাপনের ক্ষেত্রে এলইডি সাইনের বরাদ্দ রেট নির্ধারিত ছিল প্রতি বর্গফুটে ২০ হাজার টাকা। অথচ সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশে সেই হার কমিয়ে মাত্র ৮০০ টাকা বর্গফুটে বরাদ্দ প্রদানের সুপারিশ করেন।
অভিযোগ অনুযায়ী, এই অসৎ প্রক্রিয়ায় দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার করে তারা সরকারের মোট ২৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকা রাজস্ব ফাঁকি ও আত্মসাত করেন। এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দিয়েছে দুদক।
মামলায় অভিযুক্তরা হলেন— ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব, বর্তমানে অবসরপ্রাপ্ত) খান মোহাম্মদ বিলাল, সাবেক উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, টিসিএল অপটো ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বৈশাখী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গাফফার ইলাহী, জি-টেকের স্বত্বাধিকারী সুলতানা দিল আফরোজা।
এছাড়া, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক আরও তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে। তারা হলেন— ঢাকা সিটি কর্পোরেশনের উপকর কর্মকর্তা দেওয়ান আলীম আল রাজী, ডিএসসিসির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান, রাজস্ব কর্মকর্তা মো. নাসির উদ্দিন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.