আজ
|| ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রূপগঞ্জে প্রবাসীদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫
প্রভাত সংবাদদাতা,রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাইওয়েতে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিবনগর ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুরবাড়ি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। বিকেলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—আইঘরটেকপাড়া এলাকার কাজলী, খালপাড় এলাকার ইমন, কোহেলী হিজড়া, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।
ওসি তরিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুরবাড়ি মোড়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল তারা। মানবিক কারণে এতদিন কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে গত ১৫ সেপ্টেম্বর প্রবাসীদের একটি গাড়ি আটকে চাঁদা না দেওয়ায় তাদের মারধর করে। এ ঘটনায় থানায় অভিযোগের পর অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে।”
স্থানীয়রা জানান, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বেশিরভাগই ছেলে, যারা হিজড়া সেজে এশিয়ান হাইওয়ে, ফজুরবাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চালিয়ে আসছিল। বিশেষ করে বিদেশ ফেরত প্রবাসীদের গাড়িই ছিল তাদের প্রধান টার্গেট। মোটা অঙ্কের টাকা দাবি করে তারা গাড়ি আটকে যাত্রীদের জিম্মি করত। এতে স্থানীয় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.