মো. কামাল পারভেজ , শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের সই করা প্যাডে ইউনিয়ন কমিটিগুলোর অনুমোদন দেয়া হয়।
অনুমোদন দেয়া ইউনিয়নগুলো হলো- কাওরাইদ, গাজীপুর, তেলিহাটি, বরমী, মাওনা, গোসিঙ্গা, রাজাবাড়ী ও প্রহ্লাদপুর।
কাওরাইদ ইউনিয়নে আহবায়ক হয়েছেন আতাব উদ্দিন (আতা) এবং সদস্য সচিব মো.সাহাব উদ্দিন বিএসসি।
মাওনা ইউনিয়নে মিনহাজ উদ্দিন সরকারকে আহবায়ক ও মো. সাইফুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি করা হয়েছে।
গাজীপুর ইউনিয়নে আহবায়ক হয়েছেন এনামুল হক মনি এবং সদস্য সচিব অ্যাডভোকেট দবির আহমেদ।
তেলিহাটি ইউনিয়নে নূরুল আমীন আকন্দকে আহবায়ক ও মহীদুল্লাহ বন্দুকশীকে সদস্য সচিব করা হয়েছে।
বরমী ইউনিয়নে মাসুদ সরকার আহবায়ক ও আক্তারুজ্জামান শামীম সদস্য সচিব হয়েছেন।
গোসিঙ্গা ইউনিয়নে খন্দকার আসাদুজ্জামানকে আহবায়ক ও জহিরুল ইসলাম আকন্দ সুমনকে সদস্য সচিব করা হয়েছে।
রাজাবাড়ী ইউনিয়নে নাজমুল হুদা শাহীনকে আহবায়ক ও রাকিব মোড়লকে সদস্য সচিব করা হয়।
প্রহ্লাদপুর ইউনিয়নে অ্যাডভোকেট আরিফ খানকে আহবায়ক ও অ্যাডভোকেট তাইজ উদ্দিন খন্দাকারকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।
শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির আজাদ মণ্ডল বলেন, নবগঠিত ইউনিয়ন কমিটির নেতারা দলের নির্দেশনা ও গঠনতন্ত্র অনুযায়ী সভা, সম্মেলন করে ওয়ার্ড বিএনপির পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করবে।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৭ জুলাই ওই আটটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়। এরপর দলের নির্দেশনায় দেড় মাস পর নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হলো।