মো. বাবুল শেখ,পিরোজপুর : মাত্র ১২০ টাকা আবেদন ফিতে স্বপ্নের সরকারি চাকরি পেলেন পিরোজপুরের ১৫ জন তরুণ। বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তারা—সবাই পুরুষ। পাশাপাশি অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৩ জনকে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। তিনি জানান, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ায় শুরুতে মোট ৯৫৫ জন আবেদনকারী ছিলেন। শারীরিক যোগ্যতা, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন ধাপ পেরিয়ে ১৭৩ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্য থেকে ২৩ জন মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। শেষপর্যন্ত ১৫ জন পুরুষ প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত এবং ৩ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।
পুলিশ সুপার জানান, নির্বাচিতদের পুলিশ ভেরিফিকেশন, প্রাথমিক মেডিকেল পরীক্ষা ও রাজারবাগে প্যাথলজিক্যাল টেস্ট শেষে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, “এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের খরচ হয়েছে মাত্র ১২০ টাকা আবেদন ফি, যা প্রমাণ করে—যোগ্যতা থাকলে স্বল্প খরচেও সরকারি চাকরি পাওয়া সম্ভব।