আজ
|| ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
খিলগাঁও ও তেজগাঁওয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫
প্রভাত রিপোর্ট: ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানা ও তেজগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন– পটুয়াখালী জেলার বাউফল থানা ছাত্রলীগ কর্মী মো. আবির হোসেন (১৯), কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আকিদুল ইসলাম সানজিদ (২০), মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান (২৬), মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মো. মাসুদুর রহমান ওরফে আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৮) এবং খিলগাঁও থানা সৈনিক লীগের সদস্য মো. আনোয়ার হোসেন বাবু (৪৮)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুরে কারওয়ান বাজারে পেট্রোবাংলা অফিসের সামনে আওয়ামী লীগের স্লোগান সংবলিত ব্যানারসহ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন। পুলিশ উপস্থিত হলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে সেখান থেকে আবির হোসেন ও আকিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
তালেবুর রহমান জানান, খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদে প্রভাতীবাগ এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম ও তাহমিদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে খিলগাঁও থানা রোড এলাকায় আরও একটি অভিযানে সৈনিক লীগের সদস্য আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.