আজ
|| ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, বিপুল সংখ্যক ককটেল-মাদক উদ্ধার
প্রকাশের তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫
প্রভাত রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। অভিযানে এরইমধ্যে বিপুল সংখ্যক ককটেল, পেট্রোল বোমা, ধারালো অস্ত্র, মাদক উদ্ধার করেছে পুলিশ। এছাড়া এখন পর্যন্ত ২৯ জন আটক করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল চারটা থেকে জেনেভা ক্যাম্পে এই মাদকবিরোধী অভিযান শুরু করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান। তিনি বলেন, জেনেভা ক্যাম্পে আমাদের বিশেষ মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়েছে। বিপুল সংখ্যক পেট্রোল বোমা, ধারালো অস্ত্র, মাদক উদ্ধার করা হয়েছে।
আমরা বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। আমাদের এখানে নিয়মিত অভিযান চলমান রয়েছে বলেও জানান উপপুলিশ কমিশনার মিজান।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.