• মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের গনিতভীতি গবেষণা কেন্দ্র উদ্বোধন শারদীয় দুর্গাপূজার পর ১৬ অক্টোবর রাকসু নির্বাচন ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বৈশ্বিক সম্মেলন নিউইয়র্কে, আয়োজক ফ্রান্স-সৌদি তামিমের অভিযোগের জবাবে যা বললেন ক্রীড়া উপদেষ্টা তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, দাবি ক্রীড়া উপদেষ্টার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বলাকা ভবনের সামনে অবস্থান নিয়ে বিমানের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ শাপলা প্রতীক থেকে সরছি না, এনসিপি ১৫০ আসন পাবে: পাটওয়ারী

ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের গনিতভীতি গবেষণা কেন্দ্র উদ্বোধন

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

হাবিবুর রহমান, ডেমরা : শিক্ষার্থীদের গনিতভীতি দূর করতে রাজধানীর ডেমরায় ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে গনিত গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেছে এসএইচকেএসসি (এমআরসিএস) সংগঠন। “সমাধান, শেখা ও নেতৃত্ব” এ স্লোগানকে সামনে রেখে সোমবার বিকালে ওই গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হয়। গনিতের যুক্তি ও সৌন্দর্যকে সামনে এনে গনিতভীতি দূর করে গনিতকে আরও প্রাণবন্ত ও আনন্দময় বিষয় হিসেবে উপস্থাপন করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী ড. মাহবুবুর রহমান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এইচডব্লিউপিএল-এর ‘পিস অ্যাম্বাসেডর’ ও সামসুল হক খাঁন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (প্রিন্সিপাল) ড. মাহবুবুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব মো. আলমগীর হোসেন, অধ্যক্ষের বিশেষ প্রতিনিধি মো. বদরুল আলম, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লা , সহকারী প্রধান শিক্ষক (প্রশাসন) মো. মিলটন হোসেন মোল্যা, ইংলিশ ভার্সন ইনচার্জ নজরুল ইসলাম ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান তুহিনসহ শিক্ষা প্রতিষ্ঠানটির গণিত বিভাগের শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথি ড. মাহবুবুর রহমান মোল্লা তাঁর বক্তব্যে বলেন— আমাদের প্রতিষ্ঠানে গনিত চর্চায় আজ এক নতুন দিগন্ত ও অধ্যায়ের শুভ সূচনা হলো। গণিত কেবল সংখ্যা বা সূত্রের সমষ্টি নয়, এটি যুক্তির সৌন্দর্য, সৃজনশীল চিন্তা আর নতুনকে জানার আনন্দে ভরা এক বিস্ময়কর জগৎ। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ভয় ঝেড়ে ফেলে গণিতকে ভালোবেসে শিখুক, সমস্যার সমাধান করুক আর নেতৃত্বের মানসিকতা গড়ে তুলুক।
মেথমেটিকস রিসার্চ সেন্টার অফ এসএইচকেএসসি (এমআরসিএস) হবে এমন এক প্রাণকেন্দ্র, যেখানে গবেষণা, অনুসন্ধান ও সৃজনশীলতা একত্র হয়ে শিক্ষার্থীদের মনে গণিতের প্রতি গভীর ভালোবাসা তৈরি করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—এ সংগঠন কেবল আমাদের প্রতিষ্ঠানের নয়, দেশের গণিতচর্চারও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘গণিতের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা ও আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে দিতে এবং গবেষণামুখী মনোভাব গড়ে তুলতেই এমআরসিএস-এর পথরেখা তৈরি হলো।’
অনুষ্ঠানের সমাপ্তি পর্বে প্রিন্সিপালসহ উপস্থিত সবাই এমআরসিএস এর উজ্জ্বল সাফল্য কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে এই গবেষণাকেন্দ্র শুধু শিক্ষার্থীদের গণিত দক্ষতাই বাড়াবে না, বরং তাদের সমস্যা সমাধান ও নেতৃত্বের গুণাবলিও বিকাশ ঘটাবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও