• মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের গনিতভীতি গবেষণা কেন্দ্র উদ্বোধন শারদীয় দুর্গাপূজার পর ১৬ অক্টোবর রাকসু নির্বাচন ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বৈশ্বিক সম্মেলন নিউইয়র্কে, আয়োজক ফ্রান্স-সৌদি তামিমের অভিযোগের জবাবে যা বললেন ক্রীড়া উপদেষ্টা তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, দাবি ক্রীড়া উপদেষ্টার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বলাকা ভবনের সামনে অবস্থান নিয়ে বিমানের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ শাপলা প্রতীক থেকে সরছি না, এনসিপি ১৫০ আসন পাবে: পাটওয়ারী

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বৈশ্বিক সম্মেলন নিউইয়র্কে, আয়োজক ফ্রান্স-সৌদি

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত ডেস্ক: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করতে এবং মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) বাস্তবায়নের দাবিতে বৈশ্বিক সম্মেলন শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে। আজ সোমবার স্থানীয় সময় বিকেল ৩ টায় (বাংলাদেশ সময় রাত ১টা) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হবে এই সম্মেলন।
বৈশ্বিক এই সম্মেলনের আয়োজক ফ্রান্স এবং সৌদি আরব। ফ্রান্স জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
গত শনি এবং রোববার ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং পর্তুগাল। সম্মেলনের মধ্যে এবং পরে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, সান ম্যারিনো, অ্যান্ডোরাসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই সম্মেলন বয়কট করেছে। ইসরায়েলের জাতিসংঘ প্রতিনিধি দলের সদস্য ড্যানি ডেনন বৈশ্বিক এ সম্মেলকে ‘সার্কাস’ উল্লেখ করে বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “এই সম্মেলনে কোনো কাজ হবে বলে আমাদের মনে হয় না এবং আমরা মনে করি, সন্ত্রাসবাদকে পুরস্কৃত করতে এই সম্মেলনের ডাক দেওয়া হয়েছে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই দ্বি-রাষ্ট্র সমাধানের বিরোধী। তার নির্দেশে গত প্রায় ২ বছর ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান পরিচালনা করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত দু’ বছর ধরে একদিকে নির্মম সামরিক অভিযানে গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, অন্যদিকে ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় ইসরায়েলের দখলকৃত এলাকার সীমানাও বাড়ানো হচ্ছে।
গত দু’বছরে কয়েক বার গাজায় সামরিক অভিযান বন্ধের পাশাপাশি পশ্চিম তীল এলাকায় দখলকৃত এলাকা সম্প্রসারণ নিয়ে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে মধ্যপ্রাচ্যের নেতৃস্থানীয় দেশ সৌদি আরব, যার সঙ্গে বহুদিন ধরে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাতও পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব সম্প্রসারণকে ‘রেড লাইন’ বলে উল্লেখ করেছে। আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে ইসরায়েলের।
বস্তুত, গাজায় সামরিক অভিযান বন্ধ না করা এবং পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বেড়ে যাওয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ বিলুপ্তির আশঙ্কা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই জাতিসংঘেল সমর্থনের ভিত্তিতে নিউইয়র্কে শুরু হতে যাচ্ছে এই বৈশ্বিক সম্মেলন।
চলতি মাসের শুরুর দিকে সাত পৃষ্ঠার একটি নথি প্রকাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। সেখানে বৈশ্বিক এ সম্মেলনকে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে ‘বাস্তব, সময়োচিত এবং অপরববর্তনীয় পদক্ষেপ’ বলে উল্লেখ করা হয়েছে। নথিতে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানোর পাশাপাশি গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে পরিচালিত সন্ত্রাসী হামলার নিন্দাও করা হয়েছে।
সম্মেলনের অন্যতম আয়োজক দেশ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেন নয়েল ব্যারট রোববার সাংবাদিকদের বলেছেন, “আসন্ন বৈশ্বিক সম্মেলন সুদূর ভবিষ্যতের প্রতি কোনো ফাঁপা প্রতিশ্রুতি নয়, বরং এই সম্মেলনের মূল লক্ষ্য ফিলিস্তিনে যুদ্ধবিরতি, বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি, গাজায় মানবিক সহায়তা প্রবেশ অবাধ থাকার একটি রোডম্যাপ প্রণয়ন করা। যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির পর মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ক সিদ্ধান্ত নিতেই নিউইয়র্কে বৈশ্বিক এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।”

সূত্র : এএফপি, রয়টার্স


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও