• মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের গনিতভীতি গবেষণা কেন্দ্র উদ্বোধন শারদীয় দুর্গাপূজার পর ১৬ অক্টোবর রাকসু নির্বাচন ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বৈশ্বিক সম্মেলন নিউইয়র্কে, আয়োজক ফ্রান্স-সৌদি তামিমের অভিযোগের জবাবে যা বললেন ক্রীড়া উপদেষ্টা তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, দাবি ক্রীড়া উপদেষ্টার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বলাকা ভবনের সামনে অবস্থান নিয়ে বিমানের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ শাপলা প্রতীক থেকে সরছি না, এনসিপি ১৫০ আসন পাবে: পাটওয়ারী

বলাকা ভবনের সামনে অবস্থান নিয়ে বিমানের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা পুনরায় চাকরিতে বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুর্মিটোলা বলাকা ভবনের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বর্তমানে তারা বলাকা ভবনের সামনে অবস্থান নিয়ে চাকরি পুর্নবহালের দাবি জানাচ্ছেন।
কর্মচারীরা জানান, বিমান থেকে তাদের ছোটখাট নানা অপরাধে চাকরিচ্যুতির মতো বড় শাস্তি দেওয়া হয়েছে। আবার অনেকে এই আদেশ চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হয়ে তাদের পক্ষে রায় নিয়ে এসেছেন। কিন্তু বিমান কর্তৃপক্ষ নানা টালবাহানা করছে।
আব্দুল লতিফ নামের একজন অভিযোগ করে বলেন, ‘আমরা এর আগেও আন্দোলন করেছি। ওই সময় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছিল দ্রুত বিষয়টির নিস্পত্তি হবে। কিন্ত দিনের পর দিন কেটে যাচ্ছে। দৃশ্যমান কোনও ফল পাওয়া যাচ্ছে না। এ কারণে আমরা আন্দোলনে নেমেছি। তাদের বিষয়ে সিদ্ধান্ত না নিলে ধারাবাহিক আন্দোলন চলবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও