• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে গণস্বাক্ষর

প্রভাত রিপোর্ট / ৪৫ বার
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে গনস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে গনস্বাক্ষর কর্মসুচির উদ্বোধন করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এমএ সালাম।
এসময় সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মাদ ইউনুস,জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলমসহ কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে উপস্থিত রাজনৈতিক, ব্যবসায়ী, গনমাধ্যমকর্মীসহ নানা পেশাজীবীরা বইতে গনস্বাক্ষর করে একাত্তত্বা প্রকাশ করেন।
সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এমএ সালাম বলেন, আমরা আজকে গনস্বাক্ষর শুরু করছি। গনস্বাক্ষর চলবে, পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত। স্বাক্ষর করার জন্য আমরা বাঁধাই করা বই তৈরি করেছি। এসব বই প্রতিটি উপজেলা ও পৌরসভায় পাঠানো হবে। গনস্বাক্ষর কর্মসূচির পাশাপাশি বুধবার ও বৃহস্পতিবার নির্বাচন কার্যালয় ঘেরাও চলবে বলে জানান এই নেতা।
গেল ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখারদাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গন মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।
চুড়ান্ত গেজেট অনুযায়ী,বাগেরহাট-১(বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট),বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা)ও বাগেরহাট-৩(কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)।
দীর্ঘদিন থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল। তখনকার সীমানা: বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট),বাগেরহাট-২(বাগেরহাটসদর-কচুয়া),বাগেরহাট-৩(রামপাল-মোংলা) বাগেরহাট-৪(মোরেলগঞ্জ-শরণখোলা)।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও