নুরুল ইসলাম সুমন, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার বালুখালী ও পালংখালী সীমান্ত এলাকা থেকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র পৃথক অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বালুখালী ও পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্তের ভেতরে আঞ্জুমানপাড়া ফাইস্সাখালী পোস্ট এলাকায় অবস্থান করছিল। আনুমানিক রাত ৮টার দিকে নৌকাযোগে মিয়ানমার থেকে আসা দুইজন ব্যক্তিকে ধাওয়া করলে একজন মিয়ানমারের দিকে পালিয়ে যায় এবং অপরজন ধানক্ষেতে ব্যাগ ফেলে পালিয়ে যায়।
অন্যদিকে,বালুখালী বিওপি’র আরেকটি বিশেষ টহলদল সীমান্তে রহমতের বিল এলাকায় অবস্থানকালে একই ধরনের ঘটনা ঘটে। টহল দেখে পাচারকারীরা ব্যাগ ও একটি হাসুয়া দা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।