আজ
|| ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
কাপাসিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫
জাহাঙ্গীর আলম,কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেউন ২০২৫ সমন্বয় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক। ‘জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করো’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
‘টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেঁধে’ এই স্লোগানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশুদের টিকাদান নিশ্চিত করতে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান। টাইফয়েড জ্বরের ভয়াবহতা ও ক্ষতিকর দিক ব্যাখ্যা করে ভূমিকা উপস্থাপন করেন ডাঃ মোঃ শরিফ।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা খাতুন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল হোসেন, সাবেক সভাপতি সঞ্জিব কুমার দাস, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ মজিবুর হমান, সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি প্রমুখ। এছাড়া টিকাদান ক্যাম্পেইন সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.