• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট, জ্যোতিদের প্রস্তুতি ম্যাচ আজ

প্রভাত রিপোর্ট / ৩৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত স্পোর্টস: আগামী ৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের মহারণ। তার আগে ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ। মোট আটটি ম্যাচ হবে চার ভেন্যুতে-দুটি বেঙ্গালুরুতে আর দুটি কলম্বোতে। আর এই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ দল খেলবে দুটি ম্যাচ। প্রথম প্রস্তুতি ম্যাচে আজ লাল-সবুজরা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, এরপর দ্বিতীয় ম্যাচে শনিবার প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলঙ্কার সঙ্গে। এই দুই ম্যাচে দলের মূল লক্ষ্য থাকবে মূল আসরের আগে নিজেদের সমন্বয় খুঁজে পাওয়া এবং ব্যাটিং-বোলিং বিভাগের প্রস্তুতি যাচাই করা। দুটি ম্যাচই বাংলাদেশ খেলবে কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে। তারপর আগামী ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে জ্যোতিরা। বিশ্বকাপের আগে এই প্রস্তুতি ম্যাচগুলোকে বাংলাদেশের অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট দারুণ গুরুত্বের সঙ্গে দেখছেন। কারণ আসল লড়াইয়ের আগে ম্যাচ প্র্যাকটিসই হতে পারে বড় অস্ত্র। বিশেষ করে ব্যাটারদের রান তোলা ও বোলারদের কন্ডিশনে মানিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে এই দুই ম্যাচ।
বাংলাদেশ নারী দল এবার বিশ্বকাপে তরুণ-অভিজ্ঞদের মিশ্রণে গড়া। তাতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নেতৃত্ব দেবেন লাল-সবুজদের। দলের সঙ্গে আছেন অভিজ্ঞ ক্রিকেটার নাহিদা আক্তার-ফাহিমা খাতুনরা, পাশাপাশি সুযোগ পেয়েছেন কয়েকজন তরুণ মুখও, যারা দলের চমক হয়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও