• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

ফাইনাল ওঠার লড়াইয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রভাত রিপোর্ট / ৩২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত স্পোর্টস: ভারতের বিপক্ষে হারের পরের দিনই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচটি অলিখিত সেমিফাইনাল। জিতলেই ফাইনাল, হারলে বিদায়। এমন সমীকরণকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে দু’দলই এদিন নিজেদের সেরা দল নিয়ে নামবে। পাকিস্তানের বিপক্ষে একাদশে ফেরার ভালো সম্ভাবনা আছে নিয়মিত অধিনায়ক লিটন দাসের। চোট কাটিয়ে ফিরতে পারেন তিনি। লিটন ফিরলে বাদ পড়তে পারেন তানজিদ হাসান তামিম কিংবা পারভেজ হোসেন ইমন।
এছাড়া একাদশে যুক্ত হতে পারেন তাসকিন আহমেদ ও শেখ মেহেদী হাসান। তাদের জায়গা করে দিতে বাদ দেওয়া হতে পারে মোহাম্মদ সাইফুদ্দিন ও নাসুম আহমেদকে।
মিডল অর্ডার পরিবর্তন না আসার সম্ভাবনায় বেশি। তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী ও জাকের আলি অনিকদের খেলা অনেকটাই নিশ্চিত। এ ছাড়া টেলএন্ডারে শেখ মেহেদী ও রিশাদ হোসেনদের পাশাপাশি পেস বিভাগে তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগ দিতে পারেন তাসকিন আহমেদ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম/পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও