আজ
|| ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নারীকে মারধর ও ছিনতাই, পাটালী গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ৩ অক্টোবর, ২০২৫
প্রভাত রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বোটঘাট এলাকায় এক নারীকে মারধর ও তার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কিশোর গ্যাং পাটালী গ্রুপের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই চারজনকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন- সম্রাট (২৫), শিপন (২৭), বাদশা (২৭) ও রাসেল (২৫)। এদের মধ্যে সম্রাট পুলিশের ওপর হামলার একটি মামলায় এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাটালী গ্রুপের এই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তিনজন বুধবার সন্ধ্যায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এক নারীকে মারধর করে তার কাছ থেকে এক লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী শিরিন বেগম এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এসআই খোরশেদ আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাদশা বোটঘাট এলাকায় গাঁজার স্পট পরিচালনা করে। তারা চারজনই পাটালী গ্রুপের প্রধান 'ফালান'-এর ঘনিষ্ঠ ও সক্রিয় সদস্য। এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ছিনতাই, চাঁদাবাজি এবং সাধারণ মানুষকে কুপিয়ে আহত করার মামলা রয়েছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.