মো.রেজাউল করিম, ঠাকুরগাঁও : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–৩ (পীরগঞ্জ,রাণীশংকৈল) উপজেলাজুড়ে বিএনপির সাংগঠনিক তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মাঠপর্যায়ে নেতাকর্মীদের কর্মচাঞ্চল্য এবং মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের গণসংযোগে পুরো এলাকা এখন সরগরম।
দলের বিভিন্ন সূত্রে জানা যায়, বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী ইতোমধ্যে জনগণের দোয়া ও সমর্থন অর্জনের লক্ষ্যে সরাসরি মাঠে নেমেছেন। দলের সংকটকালীন সময়ে যেসব নেতা সংগঠনের পক্ষে ভূমিকা রেখেছেন, তারা এখন পুনরায় জনগণের আস্থা অর্জনে কাজ করছেন। জানা যায় ২০১৮ সালের নির্বাচনে ঠাকুরগাঁও–৩ আসন থেকে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ।
তবে এবার একাধিক প্রার্থী মনোনয়ন প্রার্থী হওয়ায় বোর্ডের তালিকা চূড়ান্ত করা কিছুটা জটিলতা তৈরি হয়। দলিয় সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মনোনয়ন বোর্ডের পরামর্শকেও গুরুত্ব দিচ্ছেন।
অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের আমলে যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা কামাল আহম্মেদ আনোয়ার একাধিক রাজনৈতিক মামলার শিকার হন এবং বিভিন্ন সময়ে কারাভোগও করেন।
এছাড়া ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ব্যারিস্টার রোকনুজ্জামান এবং রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল ওয়াদুদ বিন নূর আলিফও রাজনৈতিক মামলার মুখোমুখি হয়েও সক্রিয়ভাবে মাঠে রয়েছেন। এরই মধ্যে সাম্প্রতিক সময়ে আলোচনায় রয়েছেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির অসংখ্য মামলা বিনা পারিশ্রমিকে পরিচালনা করে আসছেন এবং দলের কঠিন সময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন সক্রিয়ভাবে।
এখন তিনি ঠাকুরগাঁও–৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন। তার নেতৃত্বে প্রতিদিনই বাড়ছে জনসমাগম, বাড়ছে সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন।
৩ অক্টোবর শুক্রবার রাণীশংকৈল উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামপুর বাজারে আয়োজিত উঠান বৈঠকে দেখা গেছে অসংখ্য জনগণ। অসংখ্য মানুষের উপস্থিতিতে তিনি বক্তব্য রাখেন এবং বলেন, “দলীয় ঐক্য, ত্যাগ আর জনগণের আস্থা—এই তিনটিই আমাদের পুনর্জাগরণের শক্তি।”
বক্তৃতা শেষে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীনের নেতৃত্ব, জনপ্রিয়তা ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা ঠাকুরগাঁও–৩ আসনের রাজনীতিতে নতুন গতিবেগ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।
এভাবেই নির্বাচনের আগাম উত্তাপ ছড়িয়ে পড়ছে পীরগঞ্জ ও রাণীশংকৈলজুড়ে, যেখানে বিএনপির মনোনয়নকে ঘিরে চলছে প্রাণবন্ত কার্যক্রম ও তৃণমূল পর্যায়ের আলোচনা।