মো. বাবুল শেখ,পিরোজপুর : “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে” এই স্লোগানকে সামনে রেখে নাজিরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে নাজিরপুর উপজেলা প্রশাসন ও রিকের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ তমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহাবুব হোসেন, আঞ্চলিক সমন্বয়কারী মোঃ ফারুক রহমান, এরিয়া ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম ও ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মান্নান খান।
অনুষ্ঠানে রিকের কর্মকর্তা-কর্মচারী ও নয়টি ইউনিয়নের প্রবীণ এবং ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ,বিভিন্ন প্রেস মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।