আজ        
      ||   ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  ||  ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  ||  ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি 
    
 বাগেরহাটে নির্বাচন কেন্দ্রীক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান 
  
          প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২৫ 
  
         
  
        
    
    বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়েছে। বৃহস্পতিবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই আহবান জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা যুবদলের সাবেক সভাপতি সম্পাদক ফকির তারিকুল ইসলাম।
এসময়, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা বিএনপি নেতা তালুকদার শহিদুল ইসলাম স্বপন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, জেলা শ্রমিক দল নেতা আবু হানিফ শেখ শানু, সদর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল ( সাংবাদিক) ও শেখ মহিদুল ইসলাম, বিএনপি নেতা সোহেল রানা, ফকির আল মামুন টিপু, শেখ রবিউল ইসলাম, ফকির আরিফুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেণ। 
ফকির তারিকুল ইসলাম বলেন, বাগেরহাট জেলা বিএনপির কমিটি নিষ্ক্রিয়। তারা কোন সিদ্ধান্ত নিতে পারে না। তাদের মধ্যে গ্রুপিং রয়েছে। একদল এখানে মিটিং করলে আর একদল ওখানে মিটিং করে। তাছাড়া দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলা যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের কোন কমিটি নাই। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে জেলা যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি দেওয়ার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, আপনারা ঐক্যবদ্ধ হন নতুবা নির্বাচনের ফলাফল ঘরে তুলতে কষ্ট হতে পারে। আমরা চাই দলের লোক তৈরি হোক, কোন ব্যক্তির লোক তৈরি না হয়। বাগেরহাট জেলা বিএনপিতে ব্যক্তি পর্যায়ের যে লোক তৈরি করার প্রবণতা সৃষ্টি হয়েছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোন ব্যক্তি নয় আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে চাই। গত চার বছর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বলেছিলেন রাষ্ট্রকে মেরামত করতে হবে। স্বৈরাচারী হাসিনা সরকার বাংলাদেশকে যেখানে নিয়ে গেছে সেখান থেকে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়ে সকলে একযোগে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মেনেই কাজ করব। দলে কোন চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসী থাকতে পারবে না। এজন্য সর্বোচ্চ পর্যায়ের নেতাদের ব্যবস্থা নিতে হবে।
 
    
        
         Copyright © 2025 প্রভাত. All rights reserved.