• মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
বাল্যবিবাহ, মাদক ও ভুয়া কাজী প্রতিরোধে গুরুত্বারোপ

নাজিরপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ১১৪ বার
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর থানায় রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া। উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা শেখ হেলাল উদ্দিন, এবং মাটিভাংগা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এবাদুল ইসলাম। অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের উপর আলোচনা করা হয়। এর মধ্যে ছিল: বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ভুয়া ও অনিবন্ধিত কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ,
মাদকবিরোধী অভিযান জোরদার করা, সেখমাটিয়া ও শ্রীরামকাঠি ইউনিয়নে মাদক সেবন ও বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
সভায় আরও উপস্থিত ছিলেন সেখমাটিয়া ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি মোঃ জাকির কাজী, ৯টি ইউনিয়নের গ্রাম পুলিশ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শারদীয় দুর্গাপূজায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নাজিরপুর উপজেলা শাখার আহ্বায়ক বাবু অনুপ কুমার সিকদারের সার্বিক সহযোগিতার প্রশংসা করেন ও পুলিশের গৃহীত নিরাপত্তামূলক পদক্ষেপ এবং তাতে তাদের সফল ভূমিকা ও অনুষ্ঠানে আলোচিত হয়।
সভায় বক্তারা এলাকাবাসী ও গ্রাম পুলিশের সহযোগিতায় অপরাধ দমন, যুব সমাজকে মাদকের কুফল থেকে রক্ষা এবং প্রশাসনের প্রতি আস্থা বৃদ্ধির আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও