• মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

নাজিরপুরে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৮০ বার
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর:আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে নাজিরপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতামূলক মহড়া, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে কর্মসূচির উদ্বোধন হয়। প্রথমে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়, এরপর একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেছা এশা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জহর বালা, উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ মোঃ রুবেল শেখ, উপজেলা সমবায় অফিসার হোসনেয়ারা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আল মুক্তাদির রাব্বি, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মঞ্জুর ইলাহী, পুবালী ব্যাংক (ম্যানেজার)এমরান হোসেন,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস, ,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, আলমগীর হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন মাঝি, সদস্য সচিব এস, এম রিয়াজ উদ্দীন, যুবনেতা সোহেল সিকদার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাজিরপুর শাখার সভাপতি অনুপ কুমার সিকদার।এছাড়াও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের সদস্য, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে দুর্যোগকালীন সময়ের জন্য সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও