• শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
​শ্রীপুরে আল ইত্তেহাদ ইসলামী সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল : সিইসি দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার রোনালদো রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম: মাহিয়া মাহি আফগানিস্তান উপকার ভুলে গেছে: শহীদ আফ্রিদি এক সপ্তাহের মধ্যে নতুন ট্যারিফের সমাধান না হলে চট্টগ্রাম বন্দর বন্ধের হুঁশিয়ারি রাস্তায় নয়, সব কর্মকাণ্ড সংসদ কেন্দ্রিক করতে হবে : ফখরুল পীরগঞ্জে বাকপ্রতিবন্ধীদের অংশগ্রহণে বনভোজন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিমানবন্দরে ভয়াবহ আগুন, ঢাকাগামী ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

রামপালে এক মঞ্চে খাদ্য, নারী ও উন্নয়ন দিবস উদযাপন

প্রভাত রিপোর্ট / ৪৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার, বাগেরহাট : খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন আর দারিদ্র্যমুক্ত সমাজ এই তিন লক্ষ্যকে একসাথে ধরে বাগেরহাটের রামপালে পালিত হলো বিশ্ব খাদ্য দিবস, আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও দারিদ্র্য বিমোচন দিবসে র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উজলকুড় ইউনিয়ন পরিষদ চত্বরে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর উদ্যোগে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উজলকুড় ইউনিয়নের প্রকল্পের শতাধিক নারী কৃষক অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুজিৎ কুমার মুখার্জি, উপসহকারী কৃষি কর্মকর্তা বিবেকানন্দ পাল, সংরক্ষিত মহিলা সদস্য বিউটি পারভিন ও ফারুল বেগম।
দিনব্যাপী আয়োজনে নারী কৃষকেরা নিজের হাতে ফলানো সবজি, ঘরোয়া পিঠা, ফল ও হস্তশিল্প প্রদর্শন করেন। তাদের তৈরি পণ্য দেখতে ভিড় জমে দর্শকদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহিদুর রহমান বলেন, নারীরা এখন শুধু কৃষক নন, তারা আমাদের খাদ্য আন্দোলনের অগ্রদূত। তাদের পরিশ্রমেই দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্ত হচ্ছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান বলেন, গ্রামীণ নারী মানে শুধু শ্রম নয়, সৃজনশীলতারও প্রতীক। তাদের উদ্যোগ ও পরিশ্রমের মধ্য দিয়েই দারিদ্র্য বিমোচনের পথ তৈরি হচ্ছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুজিৎ কুমার মুখার্জি বলেন, খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি এখন সময় এসেছে খাদ্যের সুষম বণ্টন নিশ্চিত করার। এতে নারী কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং-মার্কেট অ্যাক্সেস প্রকল্পের সমন্বয়কারী সৌরভ ভদ্র বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে গ্রামীণ নারীর জীবনে। তাই তাদেরকে প্রশিক্ষণ ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করা হচ্ছে, যেন তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে পারেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং নারী কৃষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও