• শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
​শ্রীপুরে আল ইত্তেহাদ ইসলামী সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল : সিইসি দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার রোনালদো রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম: মাহিয়া মাহি আফগানিস্তান উপকার ভুলে গেছে: শহীদ আফ্রিদি এক সপ্তাহের মধ্যে নতুন ট্যারিফের সমাধান না হলে চট্টগ্রাম বন্দর বন্ধের হুঁশিয়ারি রাস্তায় নয়, সব কর্মকাণ্ড সংসদ কেন্দ্রিক করতে হবে : ফখরুল পীরগঞ্জে বাকপ্রতিবন্ধীদের অংশগ্রহণে বনভোজন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিমানবন্দরে ভয়াবহ আগুন, ঢাকাগামী ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

পিরোজপুরে জামায়াতের এমপি প্রার্থীকে হারিয়ে মাদ্রাসার কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা

প্রভাত রিপোর্ট / ১১৩ বার
আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

মো. বাবুল শেখ ,পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামী ঘোষিত এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর শরীফ মো. আব্দুল জলিলকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন ফরাজি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাতজন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। এতে শাহাদাৎ হোসেন ফরাজি সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হয়ে সভাপতি নির্বাচিত হন।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও মঠবাড়িয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম ভোট গ্রহণ শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগে গত সোমবার মাদ্রাসা শিক্ষার্থীদের অভিভাবকরা ভোট দিয়ে সাত জন সদস্য নির্বাচিত করেন, যারা পরে সভাপতি নির্বাচনে ভোট প্রদান করেন।
শরীফ মো. আব্দুল জলিলকে সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর–৩ আসনের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। ফলে মাদ্রাসা কমিটির এই নির্বাচন স্থানীয়ভাবে রাজনৈতিক গুরুত্ব পায়।
পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসাটি এলাকার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠা করেন মরহুম আলহাজ মফিজ উদ্দিন মোল্লা। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ধর্মীয় ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে সুনাম ধরে রেখেছে।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। নতুন সভাপতি শাহাদাৎ হোসেন ফরাজি বলেন, “আমি এই প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের জন্য নিরলসভাবে কাজ করবো। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে মাদ্রাসাটিকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”
স্থানীয় পর্যায়ে এই ফলাফলকে তরুণ নেতৃত্বের গ্রহণ যোগ্যতা ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বৃদ্ধির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও