আজ
|| ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
কান্দাহারে পাকিস্তানি বিমান হামলায় ২০ হাজার পরিবার বাস্তুচ্যুত: রিপোর্ট
প্রকাশের তারিখঃ ১৮ অক্টোবর, ২০২৫
প্রভাত ডেস্ক: পাকিস্তানি সেনাদের সঙ্গে আফগান সীমান্ত বাহিনীর সংঘর্ষের কারণে কান্দাহারের স্পিন বোলদাক শহর থেকে প্রায় ২০ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) স্থানীয় কর্মকর্তাদের বরাতে আফগানিস্তানের টোলো নিউজ এ খবর জানিয়েছে।
কর্মকর্তারা আরও জানান, পাকিস্তানের নির্বিচারে বোমা হামলার কারণে পরিবারগুলো পালিয়ে যেতে বাধ্য হয়। তারা মরুভূমি এবং অন্যান্য অঞ্চলে আশ্রয় নিয়েছে, যেখানে জীবনযাত্রার মৌলিক সুযোগ-সুবিধা নেই বললেই চলে।
আফগান কর্মকর্তাদের মতে, বাস্তুচ্যুত পরিবারগুলোকে সহায়তা প্রদানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
কান্দাহার শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগের উপ-প্রধান নেমাতুল্লাহ ওলফাত বলেন, পাকিস্তানি পক্ষ স্পিন বোলদাক শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় নৃশংস বোমা হামলা চালিয়েছে। এর ফলে ২০ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে। আমরা তাদের সহায়তা করার জন্য কাজ করছি।
টোলো নিউজের প্রতিবেদন অনুসারে, বাস্তুচ্যুত পরিবারগুলো এখনো তাদের বাড়িতে ফিরে আসেনি। তারা বলছে, পাকিস্তানের বিমান হামলার কারণে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং তারা উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে।
সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত স্থানীয় একজন বাসিন্দা বলেন, 'গতকাল সকালে একটি রকেট আমাদের বাড়িতে আঘাত করে এবং দুটি ঘর ধ্বংস করে দেয়। কিন্তু সৌভাগ্যবশত আমরা আগেই বাচ্চাদের বাইরে নিয়ে এসেছি।'
আরেকজন বাস্তুচ্যুত ব্যক্তি বলেন, 'আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। এই গাড়িটি দেখুন, এটি পুড়ে গেছে। দোকানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনো অজানা।'
টোলো নিউজ জানিয়েছে, স্পিন বোলদাকে সংঘর্ষের সময় পাকিস্তানি গোলাবর্ষণ এবং বিমান হামলার কারণে ২১০ জন বেসামরিক লোক নিহত হওয়ার পাশাপাশি ৮০টি বাড়ি এবং ৫০টি দোকান ধ্বংস হয়েছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.