আজ
|| ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
জামায়াতের এমপি প্রার্থীকে হারিয়ে জয়ী নেতাকে সংবর্ধনা দিলো পিরোজপুর জেলা ছাত্রদল
প্রকাশের তারিখঃ ১৮ অক্টোবর, ২০২৫
মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুর-৩ আসন মঠবাড়িয়া উপজেলার বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামাতে আমির অধ্যাপক শরিফ মোহাম্মদ আব্দুল জলিলকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনে পরাজিত করে জয়ী হয়েছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহাদাত হোসেন ফারাজি।
জামায়াতের মনোনীত প্রার্থীর কাছ থেকে জয় ছিনিয়ে আনায় ছাত্রদল নেতাকে সংবর্ধনা দিয়েছে পিরোজপুর জেলা ছাত্রদল। শুক্রবার (১৭ অক্টোবর)বিকেলে দলীয় কার্যালয় এ সংবর্ধনা আয়োজন করা হয়। এ সময় পিরোজপুর জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন ,নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃশামিম , সদস্য সচিব বাপ্পি খান সহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মঠবাড়িয়ার পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল অনুযায়ী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন ফরাজী ৪ ভোট পেয়ে মাত্র ১ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক জলিল শরীফ। যাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পিরোজপুর -৩ আসন মঠবাড়িয়ায় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
বিজয়ী ছাতদল নেতা শাহাদাত হোসেন ফারাজি বলেন, আমি জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে ভোটের মাধ্যমে পরাজিত করেছি। ৫ই আগস্ট এর পরে ভালো কাজ করেছি বলেই জয় হওয়া সম্ভব হয়েছে। এ জয় শুধু আমার না, এ জয় ছাত্রদলের, এ জয় জাতীয়তাবাদী দল বিএনপির। এখন তারা আমার এই জয় নিয়ে বিতর্ক করছে। যদি এতোটুকু না করে তাহলে তো তাদের অস্তিত্ব থাকে না। আমি তাদের বিতর্কের জবাব না দিয়ে সামনে এগিয়ে যাব।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, এই বিজয়ের মধ্য দিয়ে বিএনপির বিজয়ের যাত্রা শুরু হয়েছে। দলের পক্ষ থেকে পিরোজপুরের তিনটি আসনে যাদের মনোনয়ন দেয়া হবে, তাদের সাথে ছাত্রদলের কর্মীরা তারেক রহমানের ধানের শীষ বিজয়ী করার লক্ষ্যে নিরলস কাজ করে যাবে।
এই নির্বাচনের ফলাফল নিয়ে পিরোজপুর মঠবাড়িয়া-৩ আসনের স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এবং জামায়াত ইসলামের রাজনীতিতে এ পরাজয় জেলাটির ৩ টি আসনে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা ।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.