প্রভাত রিপোর্ট: আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে হাইকোর্টের সামনে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে উপস্থিত হয়ে তিনি সরকারের প্রতি দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
রাশেদ খান বলেন, শিক্ষকরা দুর্নীতি করেন না, অন্যায় করেন না। কিন্তু আমলাদের অনেকে দুর্নীতি করে। তারা গাড়ি পায়, বাসা পায়-শিক্ষকরা কী পায়? শিক্ষকদের বেতন-ভাতা অবশ্যই বাড়াতে হবে। তাদের দাবি-মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা। বর্তমান জীবনযাত্রার মান অনুযায়ী এটি কোনো অযৌক্তিক দাবি নয়।
তিনি আরও বলেন, শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। কিন্তু সরকার তাদের দাবি মানছে না। শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক-তিনি কেন শিক্ষকদের কষ্ট বুঝছেন না? শিক্ষকরা এখানে স্লোগান দিচ্ছেন ‘সি আর আবরার, আর নাই দরকার’… এটা আমাদের জন্যও লজ্জার, তার জন্যও লজ্জার। শিক্ষকদের বলবো, আপনারা আন্দোলন চালিয়ে যান। আপনাদের দাবি আদায়ে যদি সচিবালয় বা যমুনা ঘেরাও করা লাগে, আপনাদের সঙ্গে আমরাও থাকবো। আপনাদের দাবি আদায়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না। গণঅধিকার পরিষদ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি।