মো. কামাল পারভেজ , শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা চৌরাস্তা এলাকায় আল ইত্তেহাদ ইসলামী সংস্থার উদ্যোগে ১৭ অক্টোবর শুক্রবার বিকেলে এক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপি নেতা আসাদুজ্জামান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন মোঃ সিরাজুল হক বিএসসি, সাবেক প্রধান শিক্ষক বলদীঘাট জান মাহমুদ সরকার উচ্চ বিদ্যালয়।
আল ইত্তেহাদ ইসলামী সংস্থার আয়োজনে এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের আল ইত্তেহাদ ইসলামিক সংস্থার পক্ষ থেকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব , সদস্যসচিব খায়রুল কবির আজাদ মন্ডল, ১ নং যুগ্ন আহবায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ন আহবায়ক আহমেদ আবু জাফর সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আমিন আকন্দ, আফতাব উদ্দিন আতা, এমদাদ হোসেন মন্ডল, শাহাব উদ্দিন বিএসসি, মোঃ শাহজাহান মোড়ল, মো.কামরুজ্জামান মন্ডল, মোঃ সাজ্জাদ হোসেন শহীদ, মোঃ রাশেদ মন্ডল,মোঃ আবু সাঈদ মাস্টার , মোঃ শহীদ উল্লাহ শহীদ,মোঃ আবুল কাশেম প্রমূখ। অনুষ্ঠানের ইসলামি সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় ইকরা শিল্পীগোষ্ঠীর সদস্যরা।